৪ নভেম্বর, ২০২৩

হিলিতে জাতীয় সমবায় দিবস উদযাপিত

হিলিতে জাতীয় সমবায় দিবস উদযাপিত

সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  আলোচনাসভা, র‌্যালি, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়।

এরপর উপজেলা হলরুমে হাকিমপুর ইউএনও অমিত রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, জেলা আ.লীগের উপদেষ্টা সদস্য অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।