২ নভেম্বর, ২০২৩

আরো দুই দিনের অবরোধের ঘোষণা দিল বিএনপি

টানা তিনদিনের অবরোধ শেষে আজ বৃহস্পতিবার আবারো দুইদিনের অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।

অর্থাৎ আগামী রোববার এবং সোমবার দেশব্যাপি অবরোধ কর্মসূীচ পালন করবে দলটি।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছেন।

এর আগে ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সমাবেশ করতে জড়ো হয় বিএনপি নেতা-কর্মীরা। ওই সমাবেশে সহিংসতা ছড়িয়ে বাস-ট্রাকে আগুন লাগিয়ে দেন বিএনপি লোকজন।

প্রকাশ্যে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে তারা। এদিন সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ অক্টোবর হরতালের ডাক দেন।

হরতালের পরদিন থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেয় বিএনপি।