২৯ অক্টোবর, ২০২৩

সিংড়ায় বিএনপির ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নাটোরের সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলামসহ ৫ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, সুকাশ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান বাবুল, কলম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাম রসুল, ইটালী ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম।

সূত্রে জানা যায়, শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামী করে মামলা দায়ের করে। রবিবার দুপুরে তাদের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিএনপির আটক ৫জন নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া টার্মিনাল এলাকায় উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করে।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, জেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, জাহেদুল ইসলাম ভোলা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, লুৎফুল হাবিব রুবেল, মাওলানা রুহুল আমিন, পৌর আ’লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, উপজেলা মহিলা লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, পৌর সভাপতি জয়তুন বেগম, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মোহন আলী, উপজেলা যুব মহিলালীগের সভাপতি খাদিজা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।