২৯ অক্টোবর, ২০২৩

বিএনপির সমাবেশে পুলিশ হত্যা, দুইজন গ্রেপ্তার

নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ |—ছবি সংগৃহিত


রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পুলিশ সদস্য নিহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার সকালে ঢাকা এবং গাইবান্ধা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার (২৮ অক্টোবর) নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ (৩২) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এসময় বিএনপি নেতা—কর্মীরা সংঘাত তৈরি করেন। ওই সংঘাতে পুলিশ সদস্য আহত হন।

এসময় পথচারীদের সহায়তায় অন্য পুলিশ সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করেন। আহত পুলিশ সদস্যের মাথায় আঘাত ছিল।

পরে শনিবার (২৮ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এরআগে শনিবার দুপুরে সমাবেশের জন্য রাজধানীর নয়াপল্টনে হাজির হন বিএনপি নেতা-কর্মীরা।

এদিকে পুলিশ সদস্য নিহতের ঘটনায় আজ রোববার সকালে রাজধানীর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়র করে। এরপর দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে— গ্রেপ্তারকৃত দুইজন শামীম রেজা ও মো. সুলতান। এরমধ্যে শামীম গাইবান্ধার পালাশবাড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক। শামীমকে গাইবান্ধা থেকে এবং সুলতানকে ঢাকার ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলামের জানাজা রাজারবাগ পুলিশ লাইস মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত দুিইজন পুলিশ সদস্য হত্যকাণ্ডের সাথে সরাসরি জড়িত। সিসিস ক্যামেরার মাধ্যমে দুই হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গাইবান্ধায় গ্রেপ্তারকৃত শামীমকে ডিমপিতে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে ডিএমপি একটি দল গাইবান্ধার উদ্যেশে রওনা দিয়েছে।

খোঁজ নিয়ে জানাগেছে, নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ পুলিশের কনসটেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়।

সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য সড়কে পড়ে আছেন |——ছবি সংগ্রহিত 


গতকাল পুলিশ বলছে—বিএনপি নেতা-কর্মীরা পুলিশ বক্সে আগুন দেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আগ্রাসী হয়ে হামলা চালান। এজন্য বিএনপি নেতা-কর্মীদের সরিয়ে দিলে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে আহত হন পুলিশ, সাংবাদিকসহ কয়েকজন সাধারণ মানুষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে।

পুলিশের সাথে সংঘর্ষের পর আগামীকাল রোববার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।