২৩ অক্টোবর, ২০২৩

ট্রেনের নিচ থেকে বের করা হচ্ছে মরদেহ

 

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী একটি ট্রেনের শেষের দুই বগিতে মালবাহী একটি ট্রেনের ধাক্কায় আন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ সোমবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। 

এই ট্রেন দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ দুর্ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আলিম হোসেন শিকদার বলেন, যাত্রীবাহী এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ও মালবাহী অপর একটি ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়।

ঘটনাস্থল থেকে এ পর্যন্ত অন্তত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রেনের নিচে অনেকের লাশ চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্যমতে, চট্টগ্রামের দিকে যাচ্ছিল মালবাহী ট্রেনটি। একেই লাইন হয়ে ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেনটি।

ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্টের ক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাাহী ট্রেনের শেষের দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেন। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বহি উল্টে যায়।

হতাহতদের উদ্ধারে স্থানীয়রাও কাজ করছেন।