২৩ অক্টোবর, ২০২৩

কালকিনিতে ২৫দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী

মাদারীপুরের কালকিনিতে অপহরনের ২৫দিন পার হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি এক স্কুলছাত্রী।

এ অপহরনের ঘটনায় কোর্টে একটি মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

অপহৃতা পৌর এলাকার ঝুড়গাও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। আজ সোমবার সকালে ওই ছাত্রীর পরিবার ও মামলা সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মা জানান, পুর্ব শত্রুতার জের ধরে পৌর এলাকার ঝুড়গাও গ্রামের ৩নং ওয়ার্ডের স্কুলছাত্রীকে বাড়ির পাশের পাকা রাস্ত থেকে ২৫দিন আগে জোরপুর্বক অটোবাইক যোগে অপহরন করে নিয়ে যায় একই গ্রামের মহাশিন লস্করের লম্পট ছেলে ইয়ামিন লস্কর ও তার লোকজন।

এসময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে অটোবাইক দ্রুত  চালিয়ে ইয়ামিন ওই স্কুলছাত্রীকে নিয়ে অজানার উদ্দ্যেশে পালিয়ে যায়।

কিন্তু ওই স্কুলছাত্রীকে অপহরনের ২৫দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে তার কোন সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে স্কুলছাত্রীর মা বাদী হয়ে মাদারীপুর কোর্টে একটি অপহরন মামলা দায়ের করেন।

অপহৃতার মা কান্নাজরিত কন্ঠে জানান, পুর্ব শত্রুতার জের ধরে আমার মেয়েকে ইয়ামিন লস্কর ও তার লোকজন মিলে জোর পুর্বক তুলে নিয়ে গেছে। এ ছাড়া ইয়ামিন এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। যাতে করে তারা আমার মেয়েকে উদ্ধার করে দেন।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ইয়ামিন লস্করসহ তার পরিবারের কাউকে এলাকায় পাওয়া যায়নি। বাড়িঘরে তালাবদ্ধ পাওয়া যায়।

এব্যাপারে কালকিনি থানার এসআই রুবেল জানান, স্কুলছাত্রীকে উদ্ধারের জোর চেষ্টা চলছে। তবে কোথায় তার হৃদিস মিলছেনা।