১২ অক্টোবর, ২০২৩

দুর্গাপুরে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর ব্রহ্মপুর গ্রামে এ অভিযান চালায় র‌্যাব।

গ্রেফতার নারী মাদক ব্যবসায়ীর নাম কুলসুম বেগম (২৮)। তিনি র্গাপুর ব্রহ্মপুর গ্রামের রতন আলীর স্ত্রী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল দুর্গাপুরর জয়নগর ইউপির অর্ন্তগত ব্রহ্মপুর গ্রামের কুলসুম বেগমের বাড়িতে অভিযান চালায়।

এসময় তার বাড়িতে তল্লাশী চালিয়ে ২০০ গ্রাম হেরোইন, ১২ পুড়িয়া গাঁজা কুলসুম বেগমের বাড়ি থেকে উদ্ধার হয়।

পরে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে দূর্গাপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুলসুম বেগম মাদক বিক্রির কথা স্বীকার করেছে।