কুড়িগ্রামের চিলমারীতে রোপা আমন ক্ষেতে ইদুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক। ক্ষেতের কাচা ধান কেটে সাবার করে দিচ্ছে ইদুর।
চিলমারীতে ৩ দফা বন্যায় আমন ক্ষেত বিনষ্ট হয়ে যায়।
বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষক দূর-দূরান্ত থেকে চড়া দামে আমন চারা সংগ্রহ করে তৃতীয় দফা আমন ক্ষেত রোপন করে।
বন্যার ধকল সইতে না সইতে শুরু হয়েছে আমন ক্ষেতে ইদুরের আক্রমন। জঙ্গল থেকে দলেদলে নেমে এসে সারা রাত ধরে ধান কাটছে।
মনে হয় যেন কোন মানুষ কাচি দিয়ে ধান কেটেছে। বিষটোপ, দেশীয় বাঁশের তৈরী ফাঁদ, পলিথিনের ঝান্ডা ব্যবহার করে ইদুরের আক্রমন দমানোর চেষ্টা করছে কৃষকরা।
এতে তেমন কোন ফল পাওয়া যাচ্ছে না। গাবেরতল এলাকার কৃষক নজরুল ইসলাম জানান, তার আমন ক্ষেতের কেবল মাত্র থোর হয়েছে। ইদুর ধান কেটে সাবার করে দিচ্ছে।
কোন ভাবে ইদুরকে রোধ করা যাচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষান দাস জানান, ইদুর অত্যন্ত ধুরন্ধর প্রাণী। সমন্বিত উদ্যোগ ছাড়া ইদুর নিধন করা সম্ভব হয় না।
তবে বিষটোপ, বাঁশের তৈরী ফাঁদ, আগুন জ¦ালিয়ে কিংবা ড্রাম পিটিয়ে শব্দ করে ইদুর কিছুটা রোধ করা যায়।