১১ অক্টোবর, ২০২৩

বিএনপি'র কেন্দ্রীয় নেতা শাহজাহানের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে হাতিয়ায় বিক্ষোভ

বিএনপি নেতা হাবিব-শাহজাহানসহ ১৬ জনের বিরুদ্ধে আট বছর আগে রাজধানীর ভাটার থানায় দায়ের করা পুলিশের নাশকতার মামলায় চার বছরের কারদন্ডের প্রতিবাদে দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়ায় বিক্ষোভ মিছিল করেছে দলটির উপজেলার নেতা কর্মীরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল পাঁচটায় হাতিয়া উপজেলার ওছখালী পুরাতন বাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে  হাতিয়া সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষ করে তাৎক্ষণিক প্রতিবাদ করে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক ফাহিম উদ্দিন উপজেলা সেচ্ছাসেবক দলের আকরাম হোসেন,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ উপজেলা তাঁতীদলের সভাপতি ফরহাদ উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক জিহাদ উদ্দিন প্রমূখ।

উল্লেখ্য গত ৯ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও দলটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ ১৬ জনের চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।