১১ অক্টোবর, ২০২৩

উল্লাপাড়ায় এ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

উল্লাপাড়ায় এ্যাম্বুলেন্সের ধাক্কায় মারা গেলেন মানসুর রহমান (৪২) নামের এক ভ্যানচালক।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সড়ে ১১ টার দিকে উপজেলার ভদ্রকোল গ্রামের পাশে মোহনপুর-উল্লাপাড়া আঞ্চলিক সড়কে। মানসুর উপজেলার কয়ড়া ইউনিয়নের ভাঘলপুর গ্রামের আজা প্রামানিকের ছেলে। পেশায় ভ্যানচালক।

তবে ঘটনার সময় মানসুর অন্যের ভ্যানের যাত্রী হয়ে উল্লাপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। 

কয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রিপন আলী জানান, ঘটনার সময় ভ্যানযোগে মানসুর উল্লাপাড়া থেকে তার নিজের ভ্যানের জন্য নতুন ব্যাটারি কিনে বাড়ি ফিরছিলেন।

উক্ত ভদ্রকোল গ্রামের পাশে একটি দ্রুতগামী এ্যা¤ু^লেন্স ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মানসুর।