১০ অক্টোবর, ২০২৩

১৩৭ রানের হার দেখলো বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিংয়ে নেয় বাংলাদেশ। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করে ইংল্যান্ড। মালানের সেঞ্চুরীতে ইংল্যান্ডের এই সংগ্রহ দাঁড়ায়।

ইংল্যান্ডের দেওয়া ৩৬৪ রান তারা করতে নেমে বাংলাদেশ হেরেছে ১৩৭ রানে।

এরআগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। 

পরিসংখ্যান মতে, বাংলাদেশ বিশ্বকাপে এ পর্যন্ত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে চার বার। এরমধ্যে দুইটি হার দুইটি জয়। পরিসংখ্যান সমানে সমান। তবে পরিসংখ্যান যাই বলুক না কেন। ক্রিকেট ৫০ ওভারের ম্যাচে ৩৬৫ রান পাহাড় সম। 

তবে খেলাটি যেহেতু ক্রিকেট, তাই জয়ের জন্য এই রান কঠিন হলেও অসম্ভব নয়।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহকে বাদ রেখে দলে রাখা হয়েছে শেখ মেহেদীকে।

রান বন্যার এই ম্যাচে অব্যশ শেখ মেহেদী চারটি উইকেট তুলে নিয়েছেন।