বাংলাদেশ গুড সোল ট্রুপস্'র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে হাতীবান্ধায় 'বাংলাদেশ গুড সোল ট্রুপস'র উদ্যোগে অসহায় ও গরীব মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ রবিবার বিকেলে উপজেলার দৈখাওয়া এছান মিয়া ও আওলাদ মিয়া আলিম মাদ্রাসা মাঠে এই ইফতার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এবিএস জেমসের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা, সাধারন সম্পাদক শাহিন সায়েদী ও সংগঠনের সদস্য আবির, উৎসব, ফিরোজ, আল-আমিন, নাজমুল, রুপম, লিটন, রিফাতসহ সংগঠনের সকল সদস্যগণ।