৮ অক্টোবর, ২০২৩

নাটোরে ছাগল ও ভেড়ার ভ্যাকসিন ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

নাটোরে ছাগল ও ভেড়ার ভ্যাকসিন ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

নাটোর সদর উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে রোজ রবিবার ৮/১০/২০২৩ইং তারিখে টলটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল ১০ ঘটিকার সময় বিনামূল্যে ছাগল ও ভেড়া ভ্যাকসিন ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ মোস্তফা জামান, ভি এফ এ মোঃ নাজিম উদ্দিন, টলটুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাসিবুর রহমান এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় সহকারী শিক্ষক হাসিবুর রহমান বলেন ছাগল ও ভেড়ার পিপিআর রোগটি খুবই মারাত্মক এই রোগে আক্রান্ত হলে ছাগল ও ভেড়াকে বাঁচানো প্রায় অসম্ভব। সরকারি উদ্যোগে ভ্যাকসিন ক্যাম্পে যেভাবে সচেতনতা তৈরি করা হচ্ছে ও বিনামূল্যে ভ্যাকসিন করা হচ্ছে ,এতে করে প্রান্তিক খামারিরা ভ্যাকসিন করতে উৎসাহিত হচ্ছে। 
ছাগল ও ভেড়ার ভ্যাকসিন করে রোগ মুক্ত করতে পারলে খামারিরা লাভবান হতে পারবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মোস্তফা জামান বলেন প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে দেশের সকল জেলায় মোট ২.৫০ কোটি ভোজ পিপিআর টিকা সরবরাহ করা হয়েছে।

উক্ত টিকা দ্রুত যথা সময়ে সুষ্ঠুভাবে প্রয়োগের জন্য অধিনস্থ উপজেলা সমূহের রাজস্ব এবং বিভিন্ন প্রকল্পের জনবলের প্রয়োজনে বেসরকারী সংস্থার টিকা প্রদানকারী এবং স্বেচ্ছাসেবীর সমন্বয়ে প্রতি ইউনিয়নে নূন্যতম ৯টি টিকা প্রদান টিম ( প্রতি ওয়ার্ডে ১টি ও প্রতি টিমে ২জন টিকা প্রদান কর্মী) গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন উপজেলার ৯৯০০০ ছাগল ভেড়াকে টিকা প্রদান করা হবে। তবে গর্ভবতী ছাগল ও ভেড়া এবং ৪ মাসের কম বয়সী বাচ্চাকে এ টিকা দেওয়া যাবে না। উপজেলার সকল ছাগল ভেড়ার মালিকগণকে ক্যাম্পেইন স্থলে এসে বিনামূল্যে টিকা গ্রহণ করার অনুরোধ করেন প্রাণিসম্পদ কর্মকর্তা।