নাটোরের বড়াইগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাজেদুল ইসলাম সরকার (৩০) নামের এক যুবককে গ্ৰেফতার করেছে পুলিশ।
আজ ৩ অক্টোবর মঙ্গলবার সকাল আটটার দিকে তার নিজ চামটা মশুরীপাড়া এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার চামটা মশুরী পাড়া এলাকার গুলজার হোসেনের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিকী জানান, গতরাত দেড়টার দিকে বড়াইগ্রাম উপজেলার চামটা মশুরী পাড়া এলাকার জনৈক প্রবাসীর স্ত্রী রাত দেড়টার দিকে প্রকৃতির ডাকে বাইরে বের হয়।
এই সুযোগে সাজেদুল ইসলাম তার ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। পরে ভিকটিম ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার চিৎকার লোকজন ছুটে আসলে সাজেদুল ইসলাম সেখান থেকে পালিয়ে যায়।
এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে রাতেই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এই মামলায় পুলিশ দ্রুততার সাথে আসামীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সাজেদুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।