২ অক্টোবর, ২০২৩

উল্লাপাড়ায় সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি

উল্লাপাড়ায় সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি

 ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে দেশব্যাপী কর্মবিরতি কর্মসূচির অধীনে সোমবার উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের শিক্ষকবৃন্দ কর্মবিরতি পালন করেন। এসময় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুল ইসলাম, সহযোগী অধ্যাপক শামীম হাসান, রফিকুল ইসলাম ও জাকির হোসেন।

কলেজের স্টাফ কাউন্সিলের সম্পাদক শামীম হাসান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদানসহ বিভিন্ন দাবিতে বিসিএস সাধারন শিক্ষক সমিতির ডাকে তারা সোমবার শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করেন।