২ অক্টোবর, ২০২৩

ভিক্ষুক ভিক্ষুককে ভিক্ষা দেয়

ভিক্ষুক ভিক্ষুককে ভিক্ষা দেয়

ভিক্ষুক ভিক্ষুককে ভিক্ষা দেয়

ভিক্ষার অর্থ বিত্তবানে খায়

এমন চিত্র এই সমাজে 

মোটেও দুর্লভ নয়।

 

সেই বিত্তবানের জন্ম কোন বীজে

আদি-অন্ত দেখলাম খুঁজে 

বিত্তবানের জন্মদাতা 

ভিক্ষুক  ছাড়া কেউ নয়। 

 

ভিক্ষুক যেজন জন্মদাতা 

বিত্তবানের আদি পিতা

ঘোল ঢেলেছে মুড়িয়ে মাথা

দলিলে প্রমাণ পাওয়া যায়।

 

দাতা ভিক্ষুক  খান্দানি ঘরের   

সদাই করে উপকার পরের 

ভিক্ষুক হয়েছে সে 

আপন সম্পদ বিলায়।

 

ভিক্ষার অর্থ নেয় যে জন 

আসলে তার নাই কোনো ধন

একালে সে সেজেছে মহাজন

আসলে মুল গুদাম তার শূন্য তাই।