২৮ সেপ্টেম্বর, ২০২৩

জাতীয় নির্বাচনে এমপি পদপ্রার্থী জাহিদুল ইসলামের উঠান বৈঠক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এমপি প্রার্থী ঘোষণা করেছেন গুরুদাসপুর উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম। নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের ওই প্রবীণ নেতা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গণসংযোগ শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের সভাপতিত্বে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের রাবারড্যাম এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা ও ভাইস প্রিন্সিপাল মুস্তাফিজুর রহমান হেলাল। এছাড়াও বিয়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেনসহ জাহিদুল ইসলাম সমর্থীত প্রায় ৬শতাধীক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

উঠান বৈঠক শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়- ছবি মুক্ত প্রভাত


উঠান বৈঠকে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জাহিদুল ইসলাম বলেন, সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ৪ আসনে (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সকল জনগনকে সাথে নিয়ে কাজ করতে চাই । সেই লক্ষ্যে সকল কর্মী সমর্থকদের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। আলোচনা শেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে উঠান বৈঠকের আনুষ্ঠানিকতা শেষ হয়।