জামালপুর পৌর শহরে লাইসেন্স ছাড়া অবৈধ ভাবে ক্লিনিক পরিচালনা করার অভিযোগে চারটি ক্লিনিক সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান।
সোমবার (২৫সেপ্টম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জামালপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার জানান,বিনা লাইসেন্সে ক্লিনিক পরিচালনা করার অভিযোগ পৌর শহরের শেখের ভিটা এলাকায় পিউর ল্যাব এন্ড হাসপাতাল ও মাজহারুল ইসলাম জেনারেল হাসপাতাল,দরিপাড়া বাইপাস এলাকায় ডক্টরস হাসপাতাল এবং বাগেরহাটা বটতলা এলাকায় সফিক হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়।
এসময় ভ্রাম্যমান আদালত মাজহারুল ইসলাম জেনারেল হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ডেপুটি সিভিল সার্জন আক্তারুজ্জামান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আরিফ আহমেদ প্রমুখ।