যুক্তরাষ্ট্রের দেওয়া ভিসা নীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কারো শক্তিতে ভর করে ক্ষমতায় আসিনি, জনগণের শক্তিতে ক্ষমতায় আছি। তাছাড়া আমার ছেলে যুক্তরাষ্ট্রে আছে। সেখানে ব্যবসা-বাণিজ্য করছে। তার স্ত্রী আছে মেয়ে আছে। যদি ছেলের সম্পদ বাজেয়াপ্ত করে করবে। তাতে আসে যায়না। কে নিষেধাজ্ঞা দিল তাতে আমাদের আসে যায়না।’
গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী কমিশনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।