২৫ মার্চ, ২০২৩

২৫ মার্চ কালরাত/ এক মিনিট অন্ধোকারে থাকবে দেশ

২৫ মার্চ কালরাত/ এক মিনিট অন্ধোকারে থাকবে দেশ
আজ ২৫ মার্চ। ১৯৭১ সালের আজকের এই রাতে নিরিহ বাঙালির ওপপর গণহত্যা চালিয়েছিল পাকবাহিনী। নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল হাজার মানুষকে। স্বামীর সামনে ধর্ষণ করা হয়েছিল নববধূকে। থরে থরে পড়েছিল লাশ। সড়ক-ডোবা, নদী। কোথায় নেই গণহত্যায় নিহতের নিথর দেহ। এমন অমানবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে পৃথিবীব্যাপি ঘৃণা প্রকাশ করা হয়। এরপর ২৬ মার্চ রাতেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ ২৫ মার্চ কালরাতকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী এক মিনিট নীরবেতা পালন করা হবে। সরকাররের নেওয়া এই কর্মসূচিতে আজ শনিবার (২৫ মার্চ) দেশের মানুষ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০ টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট আলো নিভিয়ে অন্ধোকারে একসঙ্গে দাঁড়িয়ে নিরবতা পালন করবে। এছাড়া দিবসটি উদযাপান করা হবে যথাযোগ্য মর্যাদায়।