১৩ সেপ্টেম্বর, ২০২৩

বদলগাছীতে সড়ক দূর্ঘটনায়  অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বদলগাছীতে সড়ক দূর্ঘটনায়  অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নওগাঁর বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় নিহত এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টা ৩০মিনিটে বদলগাছী পত্নীতলা আঞ্চলিক সড়কের চাকরাইল মৌজার পয়নারী নামক এলাকায় আল মামুন ফিড মিল হতে ২ শত গজ পূর্বে বদলগাছী থেকে পতœীতলা গামী অজ্ঞাত নামা একটি গাড়ি এই পথচারীকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। রাস্তার ধারে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সাথে সাথে বদলগাছী থানায় বিষয়টি জানালে থানা পুলিশের এসে ঘটনাস্থলে সুরুতহাল রিপোর্ট করে নিহতের লাশ থানায় নিয়ে আসে।

থানা পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তির গায়ে জামা ছিলো না। নিহতের কাছ থেকে পলেথিনের মধ্যে কিছু খুচরা টাকা উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুঃ ৫৫বছর। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে বিভিন্ন যায়গায় খোঁজ চলছে।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পোস্টমর্টেমের জন্য নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে পুলিশ বাদী মামলা হয়েছে।