লক্ষ্মীপুরের রায়পুরে গণঅধিকার পরিষদের আহবায়ক সবুজ, সদস্য সচিব আকরাম
লক্ষ্মীপুরের রায়পুরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদের উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আজ ৪ঠা এপ্রিল মঙ্গলবার (২০২৩) পাটোয়ারী রুবেল সবুজ-কে আহবায়ক করে এ কমিটির অনুমোদন দেয় জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট নুর মোহাম্মদ ও সদস্য সচিব সার্জেন্ট সোলায়মান চৌধুরী (অবঃ)।
অনুমোদিত কমিটিতে পাটোয়ারী রুবেল সবুজকে আহবায়ক ও আকরাম খাঁনকে সদস্য সচিব করে মোট ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়, মাসুদ বাগানী, ইমরান হোসেন, নাজিবা ইসলাম, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, সোহাগ আদর ও স্বপন আহম্মেদকে।
অনুমোদিত এই কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে পদ লাভ করেন, হাফেজ খোরশেদ আলম রনি, সামছুল আরেফিন, মাসুদ আলম ফরাজীসহ আরো ৮জন।
পাশাপাশি আরো ১১ জনকে রাখা হয় সম্মানিত সদস্য পদে।
এ প্রসঙ্গে জানতে চাইলে অনুমোদিত কমিটির আহবায়ক পাটোয়ারী রুবেল সবুজ বলেন, আমরা আনন্দিত। দেশের মানুষের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর গণঅধিকার পরিষদ।
সদস্য সচিব আকরাম খাঁন বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দকে, একঝাঁক উদ্যমী ও দেশ প্রেমিকদের সমন্বয়ে এই কমিটির অনুমোদন দেওয়ার জন্যে।
সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে রায়পুর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে মর্মে জেলা গণঅধিকার সূত্রে জানা যায়।