৪ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার

পৃথক দুইটি অভিযানে জামালপুর সদর উপজেলা থেকে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর( সোমবার) ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।

জামালপুর সদর থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ বলেন- একটি মাদক মালায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মো.আব্দুল বাছেদ (৪৫) কে সদর উপজেলার মাছিমপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি ওই এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। অপর  একই দিন উপজেলার নারিকেলী কুমাড়পাড়া এলাকা থেকে একটি চেক জালিয়াতির মামলায় এক বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মো.শামীম (৪০)  কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি ওই এলাকার মজিবর রহমানের ছেলে। মামলার রায় প্রদানের পর থেকেই তারা পলাতক ছিলেন বলে জানান ওসি তদন্ত নূর মোহাম্মদ। গ্রেফতারকৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।