ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রীয় যুবলীগের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার তিতাসে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবুর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন স্প্রে করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদসহ উপজেলা যুবলীগের বিভিন্ন সদস্যগণ।
সারোয়ার হোসেন বাবু বলেন, বর্তমানে দেশে ডেঙ্গু প্রায় মহামারি রূপ ধারণ করায় এর প্রতিরোধে দেশব্যাপী মশক নিধন কর্মসূচি ঘোষনা করেন মানবিক যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল। তাদের নির্দেশক্রমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে।