৪ সেপ্টেম্বর, ২০২৩

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারে আজ বৈঠক

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারে আজ বৈঠক

পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে রোহিঙ্গা পত্যাবাসন শুরু হবে চলতি বছরের ডিসেম্বর মাসে। বাংলাদেশ, চীন ও মিয়ানমার এই প্রত্যাবাসনে একমত আছে। 

এলক্ষ্যে আজ সোমবার (৪ সেপ্টেম্বর) মিয়ানমারের রাজধানী শহর নেপিডোয় একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও  মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তারা এই বৈঠকে অংশ নেবেন।

এই বৈঠকে যোগ দিতে বাংলাদেশের  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনু বিভাগের মহাপরিচালকের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল মিয়ানমার পৌঁছেছে।