৩ সেপ্টেম্বর, ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

অপেনিংয়ে ভিন্নতা আনায় আজ জুটিটা গড়ায় ৬০ রানে। এই রানে নাঈম শেখ বোল্ট হয়ে সাজঘরে ফিরতেই পরের ওভারে আউট হলেন তাওহীদ হুদয়। অপেনিংয়ে নামা মিরাজ নাজমুল হাসান শান্তকে সাথে নিয়ে শক্ত ভিত গড়েন। একই সাথে জোড়া সেঞ্চুরি হাঁকান এই দুই ব্যাটার।

৯১ রানের বড় ব্যবধানে আফগানিস্তানকে হারিয়ে প্রথম জয় পায় বাংলাদেশ।

নাঈমের পর আউট হলেন তাওহীদ হৃদয়

অপেনিংয়ে ভিন্নতা আনায় আজ জুটিটা গড়ায় ৬০ রানে। এই রানে নাঈম শেখ বোল্ট হয়ে সাজঘরে ফিরতেই পরের ওভারে আউট হলেন তাওহীদ হুদয়।

অর্থাৎ ১১ ওভারে ৬৩ রান নিয়ে ব্যাট করছেন মেহেদী মিরাজ ও নাজমুল হাসান শান্ত।

এর আগে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে সাকিব আল হাসানেরা। আজ নাঈম শেখের সাথে অপেনিং করছেন মেহেদী হাসান মিরাজ।

বিস্তারিত আসছে....