১ সেপ্টেম্বর, ২০২৩

হৃদয়ে ফুলেল সৌরভ

ফুলের চেয়েও সুন্দর আর বসন্তের আগমনের চেয়েও 
বেশি উন্মাদনার কারণ তুমি

কৃষ্ণচূড়ার রঙ্গে রাঙ্গিয়ে দিও মোরে, দুহাত ভরে গালে মুখে
করুণ পিয়াসী হয়ে তোমার পানে চেয়ে মাখবো সুখে সুখে

ওগো প্রিয়, এসেছি ধরায় তোমায় ধরা দিতে
 শঙ্খচিলের মত ছুটে চলেছি তাই তোমায় বরণ করে নিতে

তোমার রাঙ্গা চরণে 
মোরে দিও ঠাই
রক্তজবার মত চাহনি তোমার 
সে যে—ভোলা বড়ই দায়
বলতে না পেরে এবার বুঝি প্রাণ যায় যায়