২৭ আগস্ট, ২০২৩

মিছিলে এমপির বিরুদ্ধে আশালিন স্লোগান, আওয়ামী লীগ নেতা-কর্মীদের ক্ষোভ

একটি বিক্ষোভ মিছিল থেকে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে অশালিন ভাষায় স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। ১৪ আগস্ট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মেদ আলীর কর্মী-সমর্থকেরা ওই মিছিলটি বের করেছিলেন। 

কুরুচিপূর্ণ স্লোগানের ওই মিছিলে অংশ নেওয়ায় ইতিমধ্যে মাসুদুর রহমান নামের প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে জেলা শিক্ষা অফিস। সংসদ সদস্যর মান ক্ষুন্ন করে এভাবে মিছিল করায় ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় নেতা-কর্মীরা। এঘটনায় অনেকেই আহম্মেদ আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন। 

দলীয় সূত্রে জানাগেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে আওয়ামী লীগের দুইপক্ষ একই মাঠে সমাবেশের ডাক দেয়। এনিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আওয়ামী লীগের প্রবীণ নেতারা জানান, জাতীয় শোক দিবসের অনুষ্ঠান আয়োজনের জন্য উপজেলার ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহারের করতে আবেদন করে দুইপক্ষ। তবে ইউনিয়ন আওয়ামী লীগকে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মেদ আলী। সেসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার চেষ্টায় তিন ঘন্টার বৈঠকেও সুরাহা না হওয়ায় একই মাঠে মঞ্চ তৈরি করে দুই পক্ষ। একপর্যায়ে ১৪ আগস্ট সন্ধ্যায় আহম্মেদ আলীর ছবি সংবলিত ব্যানার নিয়ে মিছিল বের করেন তার লোকজন। মূলত ওই মিছিল থেকেই সংসদ সদস্য আব্দুল কুদ্দুস বিরোধী

অসম্মানজনক স্লোগান দেওয়া হয়।
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, এরআগেও বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপির গাড়ি পোড়ানোর এবং গুরুদাসপুরের পৌর মেয়র শাহনেওয়াজ আলী এমপি কুদ্দুসকে সপরিবারে হত্যার হুমকি দিয়েছিলেন। এবারো মিছিল থেকে এমপি বিরোধী অশালিন স্লোগান দেওয়া হয়েছে। তিনি এর তিব্র প্রতিবাদ জানান। 

নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যাক্ষ আহম্মদ আলী মোল্লা জানান, শোকসভা সফল করতে নাগরিক কমিটির উদ্যোগে মিছিল বের করে তার লোকজন। সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। সংসদ সদস্যর বিরুদ্ধে অশালিন  স্লোগানের বিষয়টি ভিত্তিহীন।

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। কোনো নেতা দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, শৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক আছে। তাছাড়া সংসদ সদস্যকে নিয়ে অশালিন স্লোগানের ব্যপারে থানায় কেউ অভিযোগ দেননি।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য অধ্যপক আব্দুল কুদ্দুস জানান, তিনি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন। নাটোর-৪ আসন থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া টানা দুইবার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। অথচ একই দলের কিছু নেতার ইন্ধোনে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে মিছিল করা হচ্ছে। জেলা আওয়ামী লীগ এসব বিষয় গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।