কুমিল্লা তিতাস উপজেলার পেরুজল ইসলামিক স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের প্লে শ্রেণির ছাত্র ৭ বছরের শিশু আরিয়ান হোসেন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে পেরুজল ইসলামিক স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
মানবন্ধনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
রবিবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলার কড়িকান্দি বাস স্টেশনে অবস্থিত ইসলামিক স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট ২০২৩ই তারিখে পেরুজল ইসলামিক স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের প্লে শ্রেণির ছাত্র আরিয়ান হোসেন নিখোঁজ হয়।
দুইদিন পর ১৮ আগস্ট তার মা খোরশদা বেগম তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
তার ১দিন পর শনিবার দুপুরে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের বজলুর রহমানের বালু ভরাটকৃত পরিত্যক্ত জমির কাশবন থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।