১৬ আগস্ট, ২০২৩

জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজে ছাত্রলীগের বৃক্ষরোপন ও দোয়া মাহফিল

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে কলেজ ছাত্রলীগের আয়োজনে সরকারি আলিমুদ্দিন কলেজ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, সিন্দূর্না ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফরহাদ হোসেন, সাবেক কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আরিফুল ইসলাম নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ সরকার, সাবেক কলেজ ছাত্রলীগের যুগ্ন-আহ্ববায়ক ও কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী শ্রী মিলন রায়,  ডাউয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক পত্নেশ্বর চন্দ্র রায়, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী রকি হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীগণ।