১৪ আগস্ট, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চার বছরের শিশু ধর্ষণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চার বছরের শিশু ধর্ষণ

চাঁপাইনবাবগঞ্জ জেলায় নাচোল উপজেলায় ৪ বছরের শিশু ধর্ষণ হয়েছে। এজাহার সুত্রে  জানা যায় উপজেলার চৌপুকুরিয়া গ্রামের সাইদুরের ছেলে কাউসার (৩৯)  তার নিজ বড় শ‍্যালিকার মেয়েকে ধর্ষণ করেছে। মামলার বাদি ও মেয়ের বাবা আরো জানান - আমার শ‍্যালিকার ১০ বছর বিবাহিত জীবনে সন্তানাদি না হওয়ায়  আমার বড়  মেয়ে সুমাইয়াকে গত ২ বছর পূর্বে  লালন পালন করার জন্য  তাদের বাড়িতে নিয়ে  যায়।

কিন্তু  গত রবিবার  আমার  শ‍্যালিকা আমাকে ফোন করে বলে  সুমাইয়া প্রসাব করতে গেলে চিৎকার করে। আমি গিয়ে দেখি মূএনালী দিয়ে  রক্ত  বের হচ্ছে। শিশুটিকে তার খালা কি হয়েছে  জানতে চাইলে সে বলে আমার খালু আমার সাথে খারাপ কাজ করেছে। পরে শিশুটিকে নাচোল উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালের ওসিসি তে রের্ফাড করে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

নাচোল থানার  ওসি মিন্টু রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়ের বাবা শিশুটির খালুর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। আসামি পলাতক  রয়েছে ।  অভিযান  অব‍্যহত রয়েছে। এবং  শিশুটি রামেক  হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।