বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্কোয়াড ঘোষণা নিয়ে প্রতিবারই কোনো না কোনো দিক থেকে সমালোচনার তুঙ্গে ছিল। এখনও সে ধারা বজায় রেখেছে বিসিব। শনিবার সকালে এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ক্রিকেট বোর্ড। সেই ১৭ সদস্যের দলে নেই দেশের বড় অভিজ্ঞবান, লক্ষ্য কোটি সমর্থকের প্রাণের মানুষ দলের দুঃসময়ে হালধরা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যম সোস্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে।
জাতীয় দলের বেশীভাগ ইস্যুতে মাশরাফিকে কথা বলতে দেখা গেছে। বড় ভাই হয়ে পাশে দাড়িয়েছেন, সমাধান করেছেন অনেক বড় বড় সমস্যার । সম্প্রতি তামিম ইকবাল খানের অবসর ঘটনা যেভাবে সামলে নিয়েছিলেন ঠিক সেভাবেই রিয়াদের বেলায় বড় ভাই মাশরাফিকে পাশে চেয়েছিলেন হাজারও সমর্থক ভক্তরা। কিন্তু রিয়াদের বেলায় এসে মাশরাফিকে চুপ দেখে বেশ হতাশ হয়েছে রিয়াদ ও মাশরাফি ভক্তরা।
এঘটনার পর পরই রিয়াদের স্ত্রী ও মুশফিকের স্ত্রী দুজনেই আলাদাভাবে ফেইসবুকে স্ট্যাটাস শেয়ার করে বেশ আলোচনায় রয়েছে। মাহমুদউল্লাহর স্ত্রী বলেছেন- বিশ্বকাপের প্রথম শতক করা ব্যাটসম্যানের স্ত্রী হয়ে আমি গর্ববোধ করি। তিনি কোটি কোটি মানুষের ভদ্রলোক, সৎ ভালো মানুষ হিসেবে পরিচিত। এটা নিয়ে আমি গর্বিত। বিশ্বতারকাকে আজ অবহেলার শিকার হতে হয়েছে।
জাতীয় দলের প্রয়োজনে যেখানে খুশি সেখানে নামানো হতো, কোনোদিনও মুখ ফুটে কিছু বলে নি। তার স্বাচ্ছন্দের জায়গুলো সে ত্যাগ করেছেন দেশের প্রয়োজনে। তার প্রতিদান এভাবে পেতে হবে তা কখনো ভাবিনি।
পারফরম্যান্স খারাপের জন্যও না, ফিটনেস টেষ্টে ফেলও করেননি বরং কঠোর থেকে কঠোর অনুশীলন করেছেন তার স্বামী। তাহলে কোন যোগ্যতায় বাদ দেওয়া হয়েছে চুপ থাকা এই মানুষটাকে। বিশ্লেষণ করে বাদ দিলে কোটি সমর্থকরা এবং আমি উপকৃত হতাম।
আমি দোয়া করি মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার যেন অবহেলার স্বীকার না হয়, সুযোগ বঞ্চিত না হয়, সাইলেন্ট হিরো না হয়! আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য "বিশ্রামের" ট্রেন্ড বন্ধ হোক, যাতে তাদের অবসরের অধিকার কেড়ে নেওয়া না হয়।
এ ব্যাপারে প্রধান নির্বাচকের কথায়ই স্পষ্ট মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়ে তারা কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আলাপ করেছেন। তাদের দুজনের মতামতেই ‘না’ বোধক জবাব উঠে এসেছে। ফলে তাকে বাদ দিতে বাধ্য হয়েছেন নির্বাচকরা।