১৩ আগস্ট, ২০২৩

দেশজুড়ে বৃষ্টিপাত‚ চলতে পারে কয়েকদিন

রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়। এই ধারা চলতে পারে বেশ কয়েকদিন।

আবহাওয়া অধিপ্তর আজ রোববার (১৩ আগস্ট) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে।

শনিবার রাত থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়। এরপর থেকেই রোববার সকাল থেকে ভাড়ি বৃষ্টি শুরু হয়েছে।

বৃষ্টির কারণে ছাতা নিয়ে পথ চলতে দেখাগেছে পথচারীদের। আবার বৃষ্টির মধ্যে ভিজেই জীবিকার তাগিদে ভ্যান-রিক্সা চালাচ্ছেন দিনমজুররা।