৭ আগস্ট, ২০২৩

নতুন আইনে সাংবাদিকদের কারাদণ্ড নয় জরিমানার বিধান থাকবে

            

            আইনমন্ত্রী |—ফাইল ছবি


ডিজিটাল নিরপত্তা আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। নতুন এই আইনের নাম সাইবার নিরাপত্তা আইন। এই আইনে মানহানির ক্ষেত্রে সাংবাদিকদের কারাদণ্ড বিধান বাতিল করে জরিমানার বিধান রাখা হচ্ছে।

আইনমন্ত্রী আনিসুল হক এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।