১ আগস্ট, ২০২৩

ইউট্যাব ইবি শাখার সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

ইউট্যাব ইবি শাখার সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতৃবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে কলা অনুষদের ডিন অফিসে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো: তোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, সহসভাপতি অধ্যাপক ড. ইদ্রিস আলী, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং সদস্য অধ্যাপক ড. এ কে নূরুল ইসলামসহ সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো: তোজাম্মেল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা, পেশাগত সুবিধাদির জন্য ঐক্যবদ্ধ হওয়া এবং দাবী অর্জনের সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা।

এছাড়াও জাতীয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক  বিভিন্ন বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা। সংগঠনকে জাতীয়ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিবেশ ও মানবাধিকার ভিত্তিতে ভূমিকা পালনে  সক্রিয় থাকা এবং প্রয়োজনে জাতির বৃহৎ স্বার্থে আন্দোলন সংঘটিত করা।