১ আগস্ট, ২০২৩

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ 

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ 

শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের স্মরণে জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার  সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। এসময় ফগার মেশিনে মশা নিধন ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা মূলক লিফলেট  বিতরণ করা হয়। 

এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু।

র‌্যালিতে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও নার্স ইনস্টিটিউট এর শিক্ষার্থীসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।