৩১ জুলাই, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্যক্রম প্রচারণায় বিশাল জনসভা

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্যক্রম প্রচারণায় বিশাল জনসভা

বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরা‌জ্য ও অপতৎপরতার প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম প্রচারণায়  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে  উপজেলা আওয়ামী লীগ ও  এর অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সমবার বিকালে  আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ  নজরুল ইসলাম। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ  নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান , শিবগঞ্জ  পৌর মেয়র সৈয়দ  মনিরুল ইসলাম ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আওয়াল গনী যোহাসহ  যুবলীগ, ছাত্রলীগ, ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্য সৈয়দ নজরুল ইসলাম  বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না।