৩০ জুলাই, ২০২৩

দেশজুড়ে আওয়ামী লীগের বিক্ষোভ আজ

আজ রোববার (৩০ জুলাই) দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। গতকাল শনিবার বিএনপির সহিংসতার পর আওয়ামী লীগ এই কর্মসূচির ঘোষণা দেয়।

এরআগে শনিবার (২৯ জুলাই) রাজধানীতে পুলিশ—বিএনপি মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমানুল্লা আমান।

পরে গয়েশ্বর চন্দ্রকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। দুপুরে ডিমপি কমিশনারের সাথে মধ্যহৃ ভোজ সারেন গয়েশ্বর। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে আমানুল্লাহ আমান হাসপাতালে ভর্তি আছেন। রাজধানীতে শনিবার (২৯ জুলাই) বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে আমিন বাজার এলাকায় সতর্ক অবস্থান নেয় পুলিশ।

একপর্যায়ে বিএনপি নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এরপর পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়।

তারই প্রেক্ষিতে বিকেলে জরুরী বৈঠক করে আওয়ামী লীগ। ওই বৈঠক থেকে আজ রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ।