উখিয়ায় একলাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকা থেকে একলাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৪মার্চ) রাত ১১টার দিকে উখিয়া কুতুপালং বাজারের উত্তরে মেসার্স চৌধুরী ফিলিং হতে তাকে আটক করা হয়।
শনিবার (২৫মার্চ) বেলা ১১টার দিকে র্যাব ১৫ সহকারী পুলিশ সুপার (ল’এন্ড মিডিয়া)শামসুল আলম খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে- মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা ক্যাম্পে ঢুকবে। এমন খবরে কুতুপালং এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় একলাখ ইয়াবাসহ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নুর সালামের ছেলে আলী জোহারকে (৩৪) আটক করা হয়।
আটক রোহিঙ্গা যুবককে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।