২৭ জুলাই, ২০২৩

বদলগাছীতে ৫৫০পিস টাপেন্ডাডল ট্যাবলেট নারী মাদক ব্যবসায়ী আটক

বদলগাছীতে ৫৫০পিস টাপেন্ডাডল ট্যাবলেট নারী মাদক ব্যবসায়ী আটক

 নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ  ৫৫০পিস ট‍াপেন্ডাডল টাবলেট সহ নারী মাদক কারবারি সুমী(২৭) কে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত সুমী(২৭)বদলগাছীর মথরাপুর ইউপির দরিয়াপুর গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী এবং আব্দুর রহমানের মেয়ে।
 থানাসূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ২৬শে জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায়  বদলগাছী অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের নেতৃত্বে এস আই মেহেদী হাসান,এস আই মুনিরুল,এস আই তুহিন সঙ্গীয় ফোর্স নিয়ে  বদলগাছীর মথরাপুর ইউপির দরিয়াপুর গ্রামে আব্দুল মজিদের বাড়ীতে অভিযান চালিয়ে  নিষিদ্ধ ৫৫০পিস ট‍াপেন্ডাডল সহ সুমি(২৭)কে আটক করে।এ ব‍্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মামলা নং-১৯।

এ ব‍্যপারে বদলগাছী অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, মাদক উদ্ধারের বিশেষ অভিযানে নিষিদ্ধ  ৫৫০ টাপেন্ডাডল টাবলেট উদ্ধার সহ মাদক কারবারি সুমিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আসামীকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।