বিপিএল লীগে ভালো খেলার পর আন্তজার্তিক ক্যারিয়ার শুরু করেন অল্প বয়সী ক্রিকেটার তৌহিদ হৃদয়। জাতীয় দলের হয়ে বেশ ঝকঝকে পারফরম্যান্স করায় বেশ নজড় কাড়ে এই ব্যাটার। দেশের ক্রিকেটের গন্ডি পেরিয়ে শ্রীলঙ্কান লীগ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশী এই ব্যাটসম্যান।
এর আগে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ক্রিকেটার লঙ্কান লীগে দারুন পারফর্ম করেন। এবারের আসরে লঙ্কান লীগের ডাম্বুলা অরা দলে ডাক পেয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
এবার এলপিএল আসর শুরু হবে ২০২৩ সালের ৩০ শে জুলাই। এটি শেষ হবে ২০ আগষ্ট। সেসময় অবশ্য বাংলাদেশ জাতীয় দলের কোন খেলা নেই। এজন্য তাসকিন, হৃদয় ও মিঠুনরা অনায়াসে ছাড়পত্র পাবেন বলে আশা করছে। জাতীয় দলের বাইরে থাকা মিঠুনকে নিলাম থেকে কিনেছেন গল গ্লাডিয়েটর্স।