২৪ জুলাই, ২০২৩

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় চালকসহ  ৩ জনের নামে মামলা

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় চালকসহ  ৩ জনের নামে মামলা

 ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ছত্রকান্দায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস বাশার স্মৃতি পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৬৫৪৯) পুকুরে পড়ে  ১৭ জন নিহতের ঘটনায় বাসের চালক মোহন খানসহ তিনজনের নামে রবিবার রাতে ঝালকাঠি থানায় মামলা হয়েছে।

ঝালকাঠি থানার এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারায় এ মামলা দায়ের করেন। মামলায় বাসের চালক  মোহন খান (৪০), সুপারভাইজার মোঃ ফয়সাল (৩২) ওরফে মিজান এবং হেলপার আকাশ (১৮) ওরফে বুলেটকে আসামী করা হয়েছে।

ঝালকাঠি থানার এসআই আবদুল্লাহ আল মামুনকে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, আহত বা নিহতদের পরিবারের পক্ষ থেকে  কেহ মামলা না করায় পুলিশের পক্ষ থেকে বাসের স্টাফদের বিরুদ্ধে অতিরিক্ত যাত্রী বোঝাই করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ১৭ যাত্রীর প্রাণহানি এবং আহত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য এডভোকেট এস.এম জসিম উদ্দীন বলেণ, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ধারায় নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে বা বেপরোয়াভাবে মোটরযান চালনার ফলে কোন দুর্ঘটনায় জীবন ও সম্পত্তির ক্ষতি হলে মোটরযানের চালক বা কন্ডাক্টর বা সহায়তাকারীর অনধিক তিন বছর কারাদণ্ড অথবা তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

১০৫ ধারায় মোটরযান চালনার ফলে দুর্ঘটনায় গুরতর আহত বা প্রাণহানি হলে অনধিক ৫ বছর কারাদÐ বা ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। উল্লেখ্য, গত শনিবার সকাল ১০ টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালে যাওয়ার পথে ঝালকাঠির ছত্রকান্দা নামক স্থানে বাশার স্মৃতি নামের বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ১৭ যাত্রী নিহত হয় এবং ২৫ যাত্রী আহত হয়। #