২৩ জুলাই, ২০২৩

ডেঙ্গু পরিস্থিতি ভয়ানক হওয়ার দায় দুই মেয়রের; চরমোনাই পীর

ডেঙ্গু পরিস্থিতি ভয়ানক হওয়ার দায়  দুই মেয়রের; চরমোনাই পীর

পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ভয়নক হতে চলেছে ডেঙ্গুর আকার। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব, চরমোনাই বলেছেন দেশে ডেঙ্গু পরিস্থির জন্য দায়ী মেয়র ও স্বাস্থ্যমন্ত্রী। দেশের জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। 

আজ রবিবার (২৩ মে)  বক্তব্য দিতে গিয়ে চরমোনাই পীর সাহেব এধরনের মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান ঢাকার ডেঙ্গু পরিস্থিতির জন্য দুই সিটি করপোরেশনের মেয়র কোনোভাবেই এর দায় এড়াতে পারবে না। 

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসা ও সরকারি প্রতিষ্ঠানগুলো অবহেলা  করছে। ২০০০ সালে ডেঙ্গু রোগ প্রথম শনাক্ত হয় ঢাকায়। এখন বর্তমানে তা ছড়িয়েছে দেশের ৫৯ টি জেলায়। এর আগে ২০১৮ সালে ঢাকায় ৫০ ভাগ আক্রান্ত হয়।  তা বর্তমানে মহামারি আকার ধারন করেছে বলে তিনি মন্তব্য করেন।  

২০২১-২০২২ অর্থবছরে ঢাকার দুই মেয়র ১০২ কোাটি টাকা এবং ২০২২-২০২৩ অর্থ বছরে ৬৫ কোটি টাকা বরাদ্দ দিলেও এখন পর্যন্ত ডেঙ্গুর বিস্তার রোধ বন্ধ হয়নি। বরং বাজেটের কোনো প্রভাবই পড়েনি ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে।

তিনি অতি দুঃখের সাথে বলেন, যদি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয়ে এডিস মশার লার্ভা পাওয়া যায় তাহলে কিভাবে ডেঙ্গ প্রতিরোধ করবে। তিনি চলমান পরিস্থিতি স্বাভাবিক করতে স্বাস্থ্য মন্ত্রী ও দুই মেয়রকে আরও আন্তরিক হওয়া আহ্বান জানান।