১ এপ্রিল, ২০২৩

শিশু নির্যাতন-শোষণে সাংবাদিক শামসুজ্জামান গ্রেপ্তার

শিশু নির্যাতন-শোষণে সাংবাদিক শামসুজ্জামান গ্রেপ্তার
শিশু নির্যাতন ও শিশু শোষণের কারণে প্রথাম আলোর সাংবাদিক শামসুজ্জামান গ্রেপ্তার করা হয়েছে। এমন তথ্য প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার (১ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় এ কথা জানায়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের নজরে এসেছে যে, ‘বাংলাদেশে জীবনযাত্রার ব্যয়’ নিয়ে লেখার কারণে শামসুজ্জামান নামে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিষ্ঠান দাবি করেছে। মূলত এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ‘শিশু নির্যাতন ও শিশু শোষণের’ কারণে এই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া উইক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জীবন যাত্রার খরচ নিয়ে প্রতিদিনই প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। ওই সাংবাদিক ৯ বছরের এক শিশুকে ১০ টাকা দিয়েছিলেন এবং নিজের ভাষ্য ওই শিশুকে দিয়ে বলিয়েছেন।