ফিফা থেকে সুখবর পেলো বাংলাদেশ
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ভালো পারফর্ম করায় বেশ পুরস্কারও পেয়েছেন দারুণ। সদ্য সমাপ্ত হওয়া সাপ চ্যাম্পিয়নশিপে ভালো খেলেছিল বাংলাদেশ। ভুটান ও মালদ্বীপকে হারিয়ে দীর্ঘ ১৪ বছর পর সেমিফাইনাল খেলে লাল সবুজের দল।
বিষয়টি দুঃখজনক হলেও সত্যি কুয়েতের সাথে সেমিফাইনালের ম্যাচে বাংলাদেশের খেলা বেশ নজড় কেড়েছে বিশ্ব তারকা ও ভক্ত সমর্থকদের। গোলশূণ্য ম্যাচে অতিরিক্ত সময়ে গোল হজম করে সেমিফাইনাল থেকে বিদায় জামাই ভুইয়ারা। খুব কাছ থেকে স্বপ্নভেঙ্গে যায় বাংলাদেশের ফুটবলারদের।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই বড় ধরনের পুরস্কার পেলো ফিফা থেকে। বৃহস্পতিবার (২০ জুলাই) ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বাংলাদেশ ফুটবল দলের র্যাংকিং হালনাগাদ করেছে।
আগে ফিফা র্যাংকিংয়ে ১৯২ থেকে তিন ধাপ কমে বর্তূমান বাংলাদেশের ফিফা র্যাংকিং হয়েছে ১৮৯। প্রায় অনেক দিন স্থির ছিল বাংলাদেশের র্যাংকিং পজিশন।
সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে ভালো খেলায় এমন উন্নতি হয়েছে বলে জানান বাংলাদেশ দলেরর ফুটবল অধিনায়ক জামাল ভুঁইয়া। তিনি মনে করেন বাংলাদেশ এখন এভাবে এগিয়ে যাবে এবং বিশ্বে বড় বড় দেশগুলোকে চোখ রাঙাবে।
পূর্বে বাংলাদেশের রেটিং ছিল ৮৮৪। সেটি বেড়ে হয়েছে ৮৯২.৪৪। যা প্রমাণ করে বাংলাদেশ বাজে পরফরম্যান্স থেকে ঘুড়ে দাড়ানোর চেষ্টা করছে।