নাটোরের বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শান্তি মিছিলে যোগ দেন। এ সময় লক্ষ্য করা যায় যে বিভিন্ন নেতাকর্মীর ছবি দিয়ে ভিন্ন ভিন্ন ব্যানার ফেস্টুন এ মোটরসাইকেল শোডাউন ও পদযাত্রা করে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তারা একই ভাবে ২১বার হত্যার চেষ্টা করেছিলেন। এখনও তারা হত্যার ষড়যন্ত্র করছে।
তারা বলেন, নাটোরের মাটিতে আর বিএনপি-জামায়াতকে সন্ত্রাস করতে দেওয়া হবে না। তাদের প্রতিহত করতে জেলা আওয়ামী লীগ সর্বদায় প্রস্তুত রয়েছে।
শান্তি সমাবেশে বক্তব্য দেন , বাগাতিপাড়া উপজেলা সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান কালু, এছাড়াও নাটোর জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ব্যানার বেষ্টন নিয়ে স্লোগানে মুখরিত করে নাটোর শহরে।