১৭ জুলাই, ২০২৩

মানিকগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের হরিরামপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে ঘিওরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে থানা প্রাঙ্গনে এ সভার আয়োজন করে ঘিওর থানা পুলিশ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হামিদুর রহমান আলাই,  উপজেলা মুক্তিযোদ্ধা  কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার কে এম সিদ্দিক আলী, ঘিওর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার, জেলা আওয়ামীলীগের সদস্য লিয়াকত হোসন লিটন, ঘিওর বাজার পরিচালনা  পরিষদের  সাধারন সম্পাদক আব্দুল মতিন মূসা, যুবলীগের সভাপতি বাবুল বেপারী।

উল্লেখ্য, আগামী ২২ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানঁ কামাল মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে এক জনসভায় অংশগ্রহণ করবেন।