১১৬ রানে থামল আফগানিস্তানের ইনিংস। সর্বশেষ ৭ উইকেট হারিয়ে ১১৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশকে। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে মরিয়া সাকিব বাহিনী। সেই লক্ষ্যেই ব্যাট করবে বাংলাদেশ। বৃষ্টির কারনে আফগানিস্তান ও বাংলাদেশের খেলা বন্ধ ছিল। ৩ ওভার কমিয়ে পুনরায় মাঠে গড়িয়েছে খেলা। শুরুতেই তাসকিনের বোলে দলীয় ১৬ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে আফগানরা।
বৃষ্টিতে বন্ধ থাকার পর আবার মাঠে গড়ায় খেলা। সাকিবের ওভারে ক্যাচ উঠলেও নাগাল পাননি ফিল্ডার। পরে নাসুমের ওভারে ক্যাচ মিস করে সাকিব। পরেই ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজ।প্রথম বল ওয়াইড দিলেও পরের বলে কট বিহাইন্ড হন মোহাম্মদ নাবী।
তারপর সাকিব বোলিংয়ে এসে ফেরান ইব্রাহিম জাদরানকে । ওভারের শেষ বলে ফেরান নাযিবুল্লাহ জাদরানকে। পরে মুস্তাফিজের ওভার ওমারজাইকে ক্যাচ আউট করেন। ।