১৪ জুলাই, ২০২৩

মানিকগঞ্জে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরীর রাথুরা গ্রামে নতুন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,জন প্রশাসন মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত সচিব জাহাঙ্গীর আলম খাঁন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন (রিজিওনাল হেড- ঢাকা) মো: হাবিব উদ্দিন ভূঁইয়া, প্রাক্তন উপ-সহকারী কমিনিটি মেডিকেল অফিসার ডা: মো: আবুল হাসান, প্রকৌশলী আবুল কাশেম, মাওলানা মুফতি আবদুল্লাহ আল ফিরোজ, মুফতি আবুল বাশার, সমাজ সেবক মো: লাল খান, ক্বারী নূর মোহাম্মদ জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম, সাংবাদিক আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে।

উল্লেখ্য, এই মসজিদের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ২ তলা বিশিষ্ট এই মসজিদটির নির্মাণ কাজের বাস্তবায়ন করছেন মো: হাবিব উদ্দিন ভূঁইয়া ও ডা: মো: আবুল হাসান।