আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৫৫ রান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করে আফগানিস্তান।
—
প্রথম ১০ ওভারে বাংলাদেশের দাপট
৬২/৪
প্রথম ১০ ওভারে আফগানিস্তানের স্কোর
—
৫২ রানে পড়েছে ৪ উইকেট
সাকিবল আল হাসানের বল উচিয়ে মারতে গিয়ে শান্তর হাতে ক্যাচ দিয়েছেন নাসুম-তাসকিন, শরিফুল ইসলাম এবং সাকিবল আল হাসান ১টি করে উইকেট নিয়েছেন। ৪ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ৮ ওভারে ৫৩ রান।
—
৫ ওভারে আফগানিস্তানের ৩ উইকেট
নাসুম-তাসকিনের পর তৃতীয় উউকেটটি তুলে নিলেন শরিফুল ইসলাম ৩ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ৫ ওভারে ৩৭ রান। যদিও আফগান শিবিরে নাসুম প্রথম আঘাতটি হেনেছেন।
—
আফগান শিবিরে নাসুম তাসকিনের জোড়া আঘাত
আফগান শিবিরে নাসুম প্রথম আঘাতটি হেনেছেন। ঠিক পরের ওভারেই তাসকিনের বলে লেগে পুল খেলতে গিয়ে ক্যাচ দিলেন গুরবাজ। নাসুম—তাসকিনের জোড়া আঘাতে দুই উইকেট হারিয়ে ৪ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২৬ রান। এর আগে নাসুমের বলে সুইপ খেলতে গিয়ে সর্টলেগে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন হজরতউল্লাহ যাযাই। দলীয় ১৭ রানের মাথায় আগানিস্তানের এক উইকেটের পতন ঘটে। এরআগে আফগানিস্তানের বিরুদ্ধে দুই টি-টোয়েন্টির প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। সিলেটের আবু নাছের স্টেডিয়ামে খেলাটি হয় সন্ধ্যা ছয়টার দিকে।
—
টস জিতে ফিলন্ডিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিরুদ্ধে দুই টি-টোয়েন্টির প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। সিলেটের আবু নাছের স্টেডিয়ামে খেলাটি হবে সন্ধ্যা ছয়টার দিকে।
—